Wellcome to National Portal
Main Comtent Skiped

দিঘলিয়া টিটিসিতে আপনাকে স্বাগতম

“শুভ নববর্ষ”  সবাইকে ১লা বৈশাখ, বাংলা নতুন বর্ষের শুভেচ্ছা-১৪৩২ বাংলা।

দিঘলিয়া টিটিসিতে নিয়মিত কোর্স, এ্যাসেট প্রকল্প, এসডিএফ প্রকল্প, পিডিও ট্রেনিং কোর্স চলমান রয়েছে এবং 

ASSET Project, ৫ম সাইকেলে (মে- জুলাই- ২০২৫) সেশনে ট্রেনিং কার্যক্রম শুরু হয়েছে।

 বিস্তারিত জানতে নোটিশ বোর্ড ও খবর অংশ দেখুন

Welcome to Dighalia TTC, ASSET Cycle-1, Final Result (Computer Operation-92%, Graphics Design-84%, Electrical-100%, Refrigeration-96%, Driving-92%) Competent, Thanks.

Title
Regular Short Course Admission Process
Details

দিঘলিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে দুইটি অকুপেশনে ২য় সাইকেলে আগামী (জানুয়ারী - মার্চ ২০২৫ সেশনে) বিএমইটি কতৃক পরিচালিত নিয়মিত শর্ট কোর্সের জন্য প্রশিক্ষণার্থী ভর্তি আহবান করা যাইতেছে।

১। কম্পিউটার অপারেশন, আসন সংখ্যা ৩০টি।

২। ইলেকট্রিক্যাল ইন্সটেলেশন এন্ড মেইনটেন্যান্স, আসন সংখ্যা ৩০টি


নিয়মিত শর্ট কোর্সে ভর্তি এবং ক্লাস শুরুর সময় ও তারিখঃ


  • ভর্তি ফরম সংগ্রহ ও জমা: ০১ থেকে ২৩-১২-২০২৪ খ্রি: পর্যন্ত।
  • ভর্তির প্রশিক্ষণার্থী বাছাই পর্ব : ২৪-১২-২০২৪ খ্রি: তারিখ সকাল ৯ টা থেকে।
  • ভর্তি  পরিক্ষার ফলাফল : ২৬-১২-২০২৪ খ্রি: তারিখ, প্রতিষ্ঠানের নোটিশ বোর্ড, ওয়েব সাইট এবং ফেইসবুক পেইজ এ প্রকাশিত হবে।
  • ভর্তির তারিখ : ২৮ থেকে ৩০-১২-২০২৪ খ্রি: তারিখ, স্ব-স্ব ডিপার্টমেন্টে ভর্তি নেয়া হবে।
  • অপেক্ষমান তালিকা হতে ভর্তি : ৩১-১২-২০২৪ খ্রি: তারিখ।
  • প্রশিক্ষণ শুরুর তারিখ: ০১-০১-২০২৫ খ্রি: তারিখ থেকে।


বিঃদ্রঃ- নিয়মিত শর্ট কোর্সের জন্য সিলেক্টেড প্রার্থীগণ নির্ধারিত ভর্তি ফি জমা দিয়ে ভর্তি হতে হবে।

Image
Publish Date
01/12/2024
Archieve Date
01/01/2025