Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

দিঘলিয়া টিটিসিতে আপনাকে স্বাগতম

“শুভ নববর্ষ”  সবাইকে ১লা বৈশাখ, বাংলা নতুন বর্ষের শুভেচ্ছা-১৪৩২ বাংলা।

দিঘলিয়া টিটিসিতে নিয়মিত কোর্স, এ্যাসেট প্রকল্প, এসডিএফ প্রকল্প, পিডিও ট্রেনিং কোর্স চলমান রয়েছে এবং 

ASSET Project, ৫ম সাইকেলে (মে- জুলাই- ২০২৫) সেশনে ট্রেনিং কার্যক্রম শুরু হয়েছে।

 বিস্তারিত জানতে নোটিশ বোর্ড ও খবর অংশ দেখুন


 ASSET Cycle-3, কোর্স সমাপনী ফলাফল/পাসের হার (কম্পিউটার অপারেশন- 59%গ্রাফিক্স ডিজাইন- 71%ইলেকট্রিক্যাল- 88%রেফ্রিজারেশন- 89%ড্রাইভিং- 92% কম্পিটেন্ট

ধন্যবাদ।


ASSET কোর্স সম্পর্কিত তথ্য

ASSET প্রকল্পের কার্যক্রম:

দিঘলিয়া টিটিসিতে ASSET প্রকল্পের আওতায় বর্তমানে ০৫ টি অকুপেশনে প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। মে-২০২৪ থেকে উক্ত প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। 


কোর্সের নাম সমূহ আসন সংখ্যা শিক্ষাগত যোগ্যতা বয়স  কোর্সের মেয়াদ
 ১. কম্পিউটার অপারেশন ২৫ জন নূন্যতম এস.এস.সি/সমমান পাস ১৮ থেকে ৪৫ বছর ৩ মাস/৩৬০ ঘন্টা
 ২. গ্রাফিক্স ডিজাইন ২৫ জন
এস.এস.সি/সমমান ও কম্পিউটার জ্ঞান সম্পন্ন ১৮ থেকে ৪৫ বছর
৩ মাস/৩৬০ ঘন্টা
 ৩. ইলেট্রিক্যাল ইন্সটেলেশন এন্ড মেইনটেন্যান্স ২৫ জন
নূন্যতম ৮ম শ্রেণি/সমমান পাস ১৮ থেকে ৪৫ বছর
৩ মাস/৩৬০ ঘন্টা
 ৪. রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং ২৫ জন
নূন্যতম ৮ম শ্রেণি/সমমান পাস
১৮ থেকে ৪৫ বছর
৩ মাস/৩৬০ ঘন্টা
 ৫. মোটর ড্রাইভিং ২৫ জন
নূন্যতম ৮ম শ্রেণি/সমমান পাস
১৮ থেকে ৪৫ বছর
৩ মাস/৩৬০ ঘন্টা


ভর্তির ফরম বিতরণ ও কার্যক্রম সমূহ:

  • ভর্তির জন্য নিদির্ষ্ট ফরম পূরণের মাধ্যমে বছরে সর্বমোট (৩) বার করে (৪) টি সাইকেলে ভর্তি নেয়া হয়ে থাকে।
  • ভর্তি ফরম সংগ্রহ ও জমা : প্রতি বছরের জুলাই/অক্টোবর/জানুয়ারী/এপ্রিল মাসে (১ম সপ্তাহ হতে ৩য় সপ্তাহ)
  • ভর্তি পরিক্ষা ও ফলাফল : প্রতি বছরের জুলাই/অক্টোবর/জানুয়ারী/এপ্রিল মাসে ( ৪র্থ সপ্তাহে)
  • প্রশিক্ষণ শুরুর তারিখ : প্রতি বছরের আগস্ট/নভেম্বর/ফেব্রুয়ারী/মে মাসের (১ম কর্ম দিবসে)


ভর্তি তথ্যের জন্য যোগাযোগ: 

  • অত্র প্রতিষ্ঠানের প্রশিক্ষণ শাখায় সরাসরি যোগাযোগ করে ভর্তি ফরম নেয়া যাবে এবং ভর্তি সংক্রন্ত সকল তথ্যাদী জানা যাবে।
  • দিঘলিয়া টিটিসির ওয়েব সাইট থেকে ভর্তি ফরম ডাউনলোড করে নেয়া যাবে এবং ভর্তি সংক্রন্ত সকল তথ্যাদী জানা যাবে।
  • প্রশিক্ষণ শাখায় যোগাযোগের নাম্বার সমূহ:
  • 01715-999682
  • 01754-730700 এবং
  • 01732-247302


কোর্সের সুবিধা ও ভর্তির শর্ত সমূহ:

  • নিয়মিত উপস্থিতির ভিত্তিতে প্রতি মাসে (পুরুষদের জন্য) ১৫০০/- টাকা এবং প্রতি মাসে (নারী, প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জন্য) ২০০০/- টাকা করে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয়ে থাকে (বরাদ্দ সাপেক্ষে)।
  • যাতয়াত ভাতা হিসেবে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে দৈনিক ১০০/- টাকা হারে মাসিক সবোর্চ্চ ২২০০/- করে প্রদান করা হয়ে থাকে (বরাদ্দ সাপেক্ষে)।
  • প্রশিক্ষণার্থীদের নিয়মিত উপস্থিতি বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট ও ফেস রিকগনিশন ক্যামেরার মাধ্যমে নিশ্চিত করা হয়ে থাকে।
  • NSDA/BTEB  এর Competency Standard (CS) অনুযায়ী অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে।
  • প্রশিক্ষণ শেষে Assessment এ উত্তীর্ণদের Ministry Affiliated Short Course (BMET) এর সনদ প্রদান করা হয়ে থাকে।
  • অন্য যে কোন প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের আবেদন গ্রহনযোগ্য নহে।