Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

দিঘলিয়া টিটিসিতে আপনাকে স্বাগতম

“শুভ নববর্ষ”  সবাইকে ১লা বৈশাখ, বাংলা নতুন বর্ষের শুভেচ্ছা-১৪৩২ বাংলা।

দিঘলিয়া টিটিসিতে নিয়মিত কোর্স, এ্যাসেট প্রকল্প, এসডিএফ প্রকল্প, পিডিও ট্রেনিং কোর্স চলমান রয়েছে এবং 

ASSET Project, ৫ম সাইকেলে (মে- জুলাই- ২০২৫) সেশনে ট্রেনিং কার্যক্রম শুরু হয়েছে।

 বিস্তারিত জানতে নোটিশ বোর্ড ও খবর অংশ দেখুন


 ASSET Cycle-3, কোর্স সমাপনী ফলাফল/পাসের হার (কম্পিউটার অপারেশন- 59%গ্রাফিক্স ডিজাইন- 71%ইলেকট্রিক্যাল- 88%রেফ্রিজারেশন- 89%ড্রাইভিং- 92% কম্পিটেন্ট

ধন্যবাদ।


এক নজরে দিঘলিয়া টিটিসি

প্রতিষ্ঠান পরিচিতিঃ

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দিঘলিয়া, খুলনা এর ইতিবৃত্ত:

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়াধীন, জনশক্তি কর্মসংস্থা্ন ও প্রশিক্ষন ব্যুরো (বিএমইটি) কর্তৃক ৪০টি উপজেলায় ৪০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় ২০২২ সালে খুলনা জেলার দিঘলিয়া উপজেলাধীন সেনহাটি নামক স্থানে, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দিঘলিয়া, খুলনা নামে অত্র প্রশিক্ষণ কেন্দ্রটি স্থাপিত হয়।


এক নজরে দিঘলিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রঃ

  • প্রতিষ্ঠানের নাম : কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দিঘলিয়া, খুলনা
  • স্থাপিত : ২০২২ খ্রিঃ
  • মন্ত্রণালয়ের নাম : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
  • অধিদপ্তরের নাম : জনশক্তি কর্মসংস্থা্ন ও প্রশিক্ষন ব্যুরো (বিএমইটি)
  • ক্যাম্পাসের মোট আয়তন : ১.৫ একর (প্রায়)
  • অবস্থান : সেনহাটি দিঘলিয়া, খুলনা।
  • ওয়ার্কশপ সমূহ : ০৬ টি 
  • ক্লাস রুমের সংখ্যা : ০৪ টি
  • কম্পিউটার ল্যাব : ০২ টি
  • লাইব্রেরী : ০১ টি
  • স্টোর রুম : ০১ টি
  • অডিটরিয়াম : ০১ ‍টি
  • অফিস রুমের সংখ্যা : ০৬ টি
  • অধ্যক্ষের বাসভবন : ০১ টি
  • ছাত্রাবাস : ০১ টি
  • কিচেন ও ডাইনিং : ০১ টি
  • কেন্দ্র প্রধানের পদবী : অধ্যক্ষ
  • মোট জনবল সংখ্যা বর্তমান : ২৩ জন