দিঘলিয়া টিটিসিতে আপনাকে স্বাগতম
দিঘলিয়া টিটিসিতে নিয়মিত কোর্স, এ্যাসেট প্রকল্প, দেশ-বিদেশ প্রকল্প, পিডিও ট্রেনিং কোর্স ,
HSC- 2025 স্পেশাল স্কিল ব্যাচ, চলমান রয়েছে এবং
ASSET Project, ৬ষ্ঠ সাইকেলে (আগস্ট- অক্টোবর ২০২৫) সেশনে ট্রেনিং কার্যক্রম শুরু হয়েছে।
বিস্তারিত জানতে নোটিশ বোর্ড ও খবর অংশ দেখুন
আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা ও সম্ভাবনাঃ
আলহামদুলিল্লাহ, একটি নতুন প্রতিষ্ঠান হিসেবে দিঘলিয়া টিটিসি যাত্রা শুরু করার পর বিভিন্ন প্রতিবন্ধকতা এবং সল্পতা থাকা সত্তেও ক্রম বর্ধমান ভাবে সমৃদ্ধি, সম্প্রসারন ও উন্নতির দিকে এগিয়ে চলছে। বর্তমানে দিঘলিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে মান সম্মত (ইন্ড্রাস্ট্রি স্ট্যান্ডার্ড) অনুযায়ী প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। উক্ত প্রশিক্ষণ কার্যক্রম কে আরো বর্ধিত ও ত্বরান্বিত করার লক্ষে দিঘলিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র কে একটি আদর্শ মডেল টিটিসি হিসেবে প্রতিষ্ঠা করার জন্য যাবতীয় কার্যক্রম গ্রহনের পরিকল্পনা রয়েছে। তন্মধ্যে উল্লেখযোগ্য হলো- দিঘলিয়া টিটিসিতে মান সম্মত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য অত্র প্রতিষ্ঠানটিকে (RTO- Registered Training Organization) হিসেবে অর্ন্তভুক্ত করণ এবং তদনুযায়ী মান সম্মত (ইন্ড্রাস্ট্রি স্ট্যান্ডার্ড) অনুযায়ী প্রশিক্ষণ প্রদান নিশ্চিত করণ।
অনান্য পরিকল্পনাঃ
দিঘলিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বর্তমানে এখানে প্রকল্পের আওতায় ০৫টি অকুপেশনে প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। নিয়তিম শর্ট কোর্সের আওয়ায় ০২টি অকুপেশনে প্রশিক্ষণ কার্যক্রম গ্রহন ও শুরু করা হয়েছে। ভবিষ্যৎতে এটি আরো বর্ধিত করা হবে এবং নিয়মিত কোর্স ও প্রকল্পের আওতাধীন কোর্স সমূহে ভবিষ্যৎতে বিভিন্ন সম্ভাবনাময় অকুপেশন এখানে সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে যথাঃ ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন ট্রেড, প্লাবিং ট্রেড, মেসনারী ট্রেড, ইষ্টিল বাইন্ডিং ট্রেড. মোবাইল সার্ভিসিং ট্রেড, ব্লক বাটিক ট্রেড, টেইলরিং এন্ড সুইং মেশিন অপারেট ট্রেড, কেয়ার গিভিং ট্রেড ইত্যাদি সহ আরো অত্যাধুনিক অকুপেশন সংযুক্তির পরিকল্পনা ও সম্ভাবনা রয়েছে।
আমাদের সবুজায়ন পরিকল্পনাঃ
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সামাজিক উন্নয়নের পাশাপাশি, দিঘলিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ক্যাম্পাসের অভর্ন্তরে ও বাহিরে বিভিন্ন ধরনের বৃক্ষ রোপণ (ফলজ, বনজ ও ফুলের গাছ) কর্মসূচী গ্রহণ করেছে এবং আরো বৃহৎ পরিসরে এটি গ্রহন করার পরিকল্পনা রয়েছে। এরই ধারাবাহিকতায় ইতমধ্যে অত্র ক্যাম্পাসের অভর্ন্তরে ও বাহিরে বিভিন্ন ধরণের ফলজ, বনজ ও ফুলের গাছ রোপণ করা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস