দিঘলিয়া টিটিসিতে আপনাকে স্বাগতম
দিঘলিয়া টিটিসিতে নিয়মিত কোর্স, এ্যাসেট প্রকল্প, এসডিএফ প্রকল্প, পিডিও ট্রেনিং কোর্স চলমান রয়েছে এবং
ASSET Project, ৬ষ্ঠ সাইকেলে (আগস্ট- অক্টোবর ২০২৫) সেশনে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
বিস্তারিত জানতে নোটিশ বোর্ড ও খবর অংশ দেখুন
আমাদের অর্জন সমূহঃ
২০২২ সালে দিঘলিয়া টিটিসি স্থাপিত হওয়ার পর থেকে অদ্যবদি বিভিন্ন প্রকল্পের আওতায় বিভিন্ন অকুপেশনে প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় সর্ব প্রথম ২১ নভেম্বর, ২০২২, খ্রি: তারিখে ০৩ দিন মেয়াদী বিদেশগামীদের প্রি-ডিপার্চার অরিয়েন্টেশন প্রোগ্রাম (পিডিও) এর দ্বারা প্রশিক্ষণ কার্যক্রমের যাত্রা শুরু হয়। যা বর্তমানে চলমান রয়েছে। অত্র প্রতিষ্ঠান থেকে (পিডিও) প্রশিক্ষণ নিয়ে অগনীত বিদেশগামীরা বর্তমানে প্রবাসে কর্মরত আছেন। এটি আমাদের দেশের জন্য একটি বড় অর্জন।
প্রকল্পের আওতায় বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম থেকে অর্জন সমূহঃ
দিঘলিয়া টিটিসিতে বর্তমানে বিভিন্ন প্রকল্পের আওতাধীন কয়েকটি অকুপেশনে ০৩ মাস মেয়াদী শর্ট কোর্স সমূহে চলমান রয়েছে এবং উল্লেখিত কোর্স সমূহের প্রথম সাইকেল (প্রথম ব্যাচ) সফলতার সাথে প্রশিক্ষণ সম্পন্ন করে সনদায়ন হয়েছে।
ASSET Project প্রথম সাইকেলে প্রশিক্ষণ সম্পন্ন করা উল্লেখযোগ্য অকুপেশন গুলোর মধ্যে রয়েছেঃ
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস